প্রমিত উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার ১১১তম আবর্তনে ভর্তি চলছে

কণ্ঠশীলন পরিচালিত প্রমিত উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষার ১১১তম আবর্তন শুরু হচ্ছে। চার মাসের এই আবর্তনে প্রশিক্ষক হিসেবে থাকবেন মীর বরকত, গোলাম সারোয়ার, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. আইরিন পারভীন লোপা, ড. তারিক মনজুর, ইলা রহমান ও নুরুজ্জামান নান্নু।

ভর্তির জন্য আবেদন করা যাবে আগামী ২৮শে নভেম্বর ২০২৪ পর্যন্ত। নিচের স্থানগুলোয় আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন:

  • ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় (ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা)
  • সন্ধিপাঠ, ২১ আজিজ সুপার মার্কেট (নিচতলা), শাহবাগ, ঢাকা (মঙ্গলবার বাদে প্রতিদিন)
  • কারুকর, ৩৩০ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা (শুক্রবার বাদে প্রতিদিন)
  • কণ্ঠশীলন কার্যালয়: রিজেন্ট প্লাজা (৪র্থ তলা), ৭৩/১ এলিফ্যান্ট রোড, ঢাকা (বিকাল ৪টা থেকে রাত ৯টা)

এছাড়া অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

নির্বাচনী সাক্ষাৎকারের সময়: ২৯শে নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৯:০০টা

চার মাসের কোর্স ফি ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা (ভর্তির সময় এককালীন প্রদেয়)।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৫৫২৩২৭৩০৫, ০১৭৫১৭০৬৯৩৯, ০১৯১২৭৩৬১৩১